হাজীপুরের কৃতিসন্তান ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা ও কমিউনিটি নেতা জনাব নিজামুর রহমান টিপু কে হাজীপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্স এর সভাপতি মাহবুবুর রহমান মান্না সহ হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্স এর দ্বায়িত্বশীলদের মধ্যে অন্যতম আব্দুল মুমিত, আবু তাহির, শোয়েব আহমদ চৌধুরী , জহিরুল ইসলাম , কামরুল ইসলাম , মাহবুব সাহেল, ইমরান আমির আলী , সাজ্জাদুর রহমান রাজ , আবিদুর রহমান রাজা , মিজানুর রহমান প্রমুখ।
অুনষ্ঠানে নিজামুর রহমান টিপু বলেন কুলাউড়া উপজেলার মধ্যে হাজীপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এ ইউনিয়নে অনেক জ্ঞানী ও গুণীজন জন্মগ্রহণ করেছেন এবং দেশের সর্বচ্চো পর্যায়ে পর্যন্ত নের্তৃত্ব দিচ্ছেন।
বর্তমান প্রজন্মও সেই দ্বারায় এগিয়ে যাচ্ছে। হাজীপুর ইউনিয়ন প্রিমিয়ারলীগের মাধ্যমে বড় বড় ক্রিকেটার তৈরি হবেন। তারাই একসময় দেশের ক্রিকেটকে নেতৃত্ব দিবেন।হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্সের আয়োজনে প্রিমিয়ারলীগ ভবিষ্যতে আরও বড় পরিসরে হবে, সেজন্য আমাদের অতিতের ন্যায় সার্বিক সহযোগিতার করা প্রয়োজন।