Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় শ্রমিক লীগের আহবায়ক রাজু গ্রেপ্তার

 


মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর শ্রমিক লীগের আহবায়ক রাজু আলী রাজুমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর এলাকার জয়পাশা গ্রামের মন্তাজ আলীর ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওসি মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতব্বরসহ পুলিশের একটি টিম বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় আসামি রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


ওসি মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী মামলা রয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।


সংবাদ সংগ্রহ, সময় কুলাউড়া