Header Ads Widget

আপডেট

আনজুম হত্যা মামলায় আসামি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

 


ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যা মামলার একমাত্র আসামি জুনেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতের পুলিশ তাকে হাজির করলে এই আদেশ দেন আদালত। 


আদালতে রিমান্ড শুনানিতে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক। তিনি নিজে উপস্থিত থেকে আসামি জুনেলের বিরুদ্ধে পুনরায় রিমান্ড আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 


এর আগে এই মামলায় দু’বার রিমান্ড আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছিলেন। ফলে জনমনে হতাশা ও ক্ষোভ দেখা দেয়। এবার রিমান্ড মঞ্জুর হওয়ায় তদন্তের অগ্রগতিতে নতুন দিক উন্মোচনের আশা করছেন মামলার বাদী ও সাধারণ মানুষ। 


উল্লেখ্য, স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমকে হত্যা মামলার প্রধান আসামি জুনেলকে পুলিশ গত ১৯ জুন গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলেও আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিয়ে টালবাহানা করে বিচারকার্যকে ব্যাহত করার চেষ্টা করে। 


এই ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাজারসহ জেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত শেষ করে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।