Header Ads Widget

আপডেট

কুলাউড়া'র কর্মধায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 


কুলাউড়ায় গাছ থেকে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তিনি বলেন, নিত্যদিনের মতো রবিবার সকালে ভেলকুমা পুঞ্জিতে কাজে যান রেনু মিয়া।
দুপুরে পুঞ্জির একটি গাছের ডালপালা কাটতে তিনি গাছের ওপরে উঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সুত্র, সময় কুলাউড়া।