দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবে আসন্ন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলে সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলার বর্ষীয়ান বিএনপি নেতা আলমগীর হোসেন ভূঁইয়া। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সমন্বয়কের দায়িত্বে আছেন।
আলমগীর হোসেন ভূঁইয়া দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। এরপর তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী সরকারের সময় বারবার হামলা-মামলার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, পুলিশ অ্যাসল্ট, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। তিনি মোট ৯টির বেশি গায়েবি ও রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
এরমধ্যে একাধিক মামলায় তিনি কারাভোগ করেছেন, রিমান্ডে নেওয়া হয়েছে এবং আদালতে হাজিরা দিয়ে জামিনে আছেন।
আলমগীর হোসেন ভূইয়া এর রাজনৈতিক তথ্যাদি:
২০২৩-২০২৪ সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
২০২৩- সাবেক সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
২০১৯-২০২৩- সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা ।
২০১৮-২০১৯- সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
২০১৮- সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
২০১৮- সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
২০০৯-২০১৮ - সাবেক যুগ্ম সম্পাদক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
২০০৫-২০০৯- সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
২০০৪- সাবেক সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
(আহ্বায়ক: নওয়াব আলী ইয়াওর খাঁন)
২০০৩-২০০৪- সাবেক যুব বিষয়ক সম্পাদক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা ।
২০০২- সাবেক সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা।
(আহ্বায়ক: এ.এইচ.এম মোফাজ্জল করিম, সাবেক সচিব)
২০০১- সাবেক সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুলাউড়া উপজেলা শাখা
(আহ্বায়ক: অধ্যাপক আব্দুল হান্নান)
১৯৯৭-২০০৭- সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুলাউড়া (অবিভক্ত) উপজেলা শাখা ৷
১৯৯৭-২০০৭- সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মৌলভীবাজার জেলা শাখা ৷
১৯৯৫-১৯৯৭- সাবেক দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুলাউড়া উপজেলা শাখা ।
১৯৮৮-১৯৯০- সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুলাউড়া শহর শাখা, কুলাউড়া ।
১৯৮৭-১৯৯০- সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুলাউড়া সদর ইউনিয়ন-শাখা, কুলাউড়া ।
১৯৮৬-১৯৮৭- সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সোনাপুর ইউনিয়ন শাখা, লক্ষ্মীপুর ।
১৯৮৫-১৯৮৬- সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কালিকাপুর উচ্চ বিদ্যালয় শাখা,
লক্ষ্মীপুর।
আলমগীর ভূঁইয়া জানান, বিগত ১৫ বছর ধরে আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ডাকে মাঠে থেকে সংগ্রাম করে আসছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তিনি রাজপথে থেকেছেন নিরলসভাবে।
২০১২ সালের ২৯ এপ্রিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত আন্দোলনের সময় তিনি ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
আসন্ন কাউন্সিলকে সামনে রেখে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী হিসেবে তিনি নেতাকর্মীসহ দেশবিদেশের সর্বস্তরের জনতার দোয়া ও সমর্থন কামনা করেছেন।