Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় জামায়াতের মেয়র প্রার্থী মো. জাকির হোসেন

 



মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় পৌরসভা হলরুমে এক আলোচনা সভায় সর্বস্তরের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে তার নাম ঘোষণা করা হয়।


পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়বের সভাপতিত্বে এবং সেক্রেটারি সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারী মো. আলাউদ্দিন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন।

সভাশেষে জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী আগামী পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মনোনীত মেয়র প্রার্থী হিসেবে জাকির হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।