মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিলদারপুর হাফিজিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ নাজিম খান এক বসাতেই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কুরআন মাজীদ তেলাওয়াত করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১২ আগস্ট, মঙ্গলবার ভোর ফজরের নামাজের পর থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত টানা তেলাওয়াত শেষে তিনি এ ঐতিহাসিক কাজ সম্পন্ন করেন। এ অর্জনকে মাদ্রাসার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
মোহাম্মদ নাজিম খান দূর্গাপুর গ্রামের ময়না খানের পুত্র। তিনি ২০২৪ সালে দিলদারপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করেন।
ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের বার্ষিক পরীক্ষা ও প্রতিযোগিতায় ইবতেদায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক — এই তিন বিভাগেই প্রথম স্থান ও বৃত্তি অর্জন করেন তিনি। একই বছর সুলতানুল হুফফাজ বোর্ড, বরইকান্দি, সিলেট-এর তাকমিল পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে সম্মানজনক পাগড়ি ও সনদ লাভ করেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে নাজিম খান বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই তাওফিক দিয়েছেন। এটা আমার জীবনের এক স্মরণীয় দিন। আমার শিক্ষকদের দোয়া, পরিবারের সহযোগিতা এবং আল্লাহর রহমত ছাড়া এটি সম্ভব হতো না। আমি দোয়া চাই, যেন আমল ও ইলম উভয় দিক থেকেই কুরআনের প্রকৃত খেদমত করতে পারি।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা রোমান আহমদ বলেন, নাজিম খানের এ সাফল্য শুধু আমাদের মাদ্রাসার জন্য নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে কুরআনের প্রকৃত আমলকারী বানিয়ে দ্বীনের বড় খেদমতের তাওফিক দিন।