Header Ads Widget

আপডেট

আদালতে খুনের স্বীকারোক্তি জবানবন্দী দেয়নি আনজুমের হত্যাকারী জুনেল, রিমান্ড ও নামঞ্জুর

 



মৌলভীবাজারের কুলাউড়া'র আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের একমাত্র হত্যাকারী কিলার খুনি জুনেলকে দ্রুতসময়ের মধ্যে পুলিশ গ্রেফতার করায় এলাকায় জনমনে স্বস্তি নেমে আসলেও চত্বুর খুনি জুনেল আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়নি, এই খবরে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৯ জুন (বৃহস্পতিবার) সকালে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ তারেকের খাস কামরায় তুলা হয় খুনি জুনেলকে। ওইদিন খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। কিন্তু চত্বুর খুনি জুনেল বিজ্ঞ বিচারকের সামনে সেই খুনের স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়নি। যদিও পুলিশের কাছে আনজুমকে সে কিভাবে নৃসংসভাবে হত্যা করেছে তার স্বীকারোক্তি জবানবন্দী রেকর্ড রয়েছে।


পুলিশ সাথে সাথে আদালতে তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে তা নামঞ্জুর করে দেয় আদালত। এতে অনেকটা হতাশ হয়ে পড়েন খুন হওয়া স্কুল ছাত্রী আনজুমের পরিবার ও এলাকাবাসী।


মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিব ঠিকানাকে জানান, আদালতে খুনি স্বীকারোক্তি জবানবন্দী দেয়নি। সে প্রতারণার আশ্রয় নিতে চাচ্ছে। আমরা ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম আদালত রিমান্ড ও নামঞ্জুর করে দিয়েছেন। তবে আমরা আবার আদালতে তার রিমান্ডের জন্য আবেদন চাইবো।

রিপোর্ট : ঠিকানা।