Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় ১০০ পরিবার পেলো জাকাত ফাউন্ডেশনের ৬০ কেজি করে চাল

 



মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস। রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে পরিবারপ্রতি ৬০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।


সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। বক্তব্যে তিনি বলেন, জাকাত ফাউন্ডেশন যে সহায়তা দিচ্ছে, তাতে প্রকৃতপক্ষে এসব পরিবার উপকৃত হচ্ছে। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া মুসলিম এইড হাসপাতালের অ্যাডমিন বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলুর রহমান ও শামীম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুল ইসলাম বলেন, বিশ্বমন্দা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, পবিত্র রমজানেও গরিব ও বঞ্চিত মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জাকাত ফাউন্ডেশন।