Header Ads Widget

আপডেট

ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 


কুলাউড়া উপজেলার উন্নয়নে ফ্রান্সে বসবাসরত কুলাউড়া উপজেলার প্রবাসীদের নিয়ে গতকাল রাতে ফ্রান্সের একটি অভিজাত রেস্তোরাঁয় কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনে উদ্যোগে নতুন দ্বি বার্ষিক কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সংঘটনের উপদেষ্টা খয়রুল আমীন খসরুর সভাপতিত্বে এবং মোহাম্মদ আলাল খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি চৌধুরী সালেহ আহমেদ, উপস্থিত ছিলেন হাজী কাওসার আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী কানুন রশিদ,কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকি মতিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ময়নুল ইসলাম,সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জিলু খান, সাবেক যুগ্ম সম্পাদক ও সমাজকর্মী মোহাম্মদ আলী চৌধুরী নাজির, সাবেক সহ কোষাধ্যক্ষ আব্দুর রহমান রাজু, বাংলা ড্রাইভিং স্কলের অন্যতম কর্ণধার আবির আহমেদ, জাহেদ মাহমুদ,মুরাদ আহমেদ,শাহ খায়রুল,জুনেদ খান, আব্দুননুর সুজা। এছাড়াও উপস্থিতি ছিলেন, মোহাম্মদ, খায়রুল ইসলাম, লুকমান হোসেন, জাহেদুল ইসলাম জুনেদ, শাওন আহমেদ, ইলিয়াস আহমেদ, আকবর হোসেন।


সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত করা হয় মোহাম্মদ আলী সিদ্দিকি মতিনকে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ময়নুল ইসলামকে।


আলোচনা শেষ বক্তারা সম্প্রতি কুলাউড়া উপজেলার স্কুল ছাত্রী আঞ্জুম হত্যার সর্বচ্ছ শাস্তি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে নব গঠিত কমিটির সভার সমাপ্তি করা হয়।